Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একা বড়দিন পালন করছেন রানি এলিজাবেথ


২৫ ডিসেম্বর ২০২০ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবছর রাজ পরিবারের সবাই একসঙ্গে সানদ্রিংহামে বড়দিন পালন করে থাকলেও, এ বছর বড়দিনে উইন্ডসোর ক্যাসেলে একাই থাকছেন রানি এলিজাবেথ। খবর বিবিসি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) গ্রিনিচ মান সময় বিকাল তিনটায় উইন্ডসোর ক্যাসেল থেকে বড়দিনের ভাষণ দিবেন রানি এলিজাবেথ। এর মধ্য দিয়ে, সাত মাস পর জন্সম্মুখে আসবেন তিনি।

পাশাপাশি, ভিড় এড়াতে বড়দিনের প্রার্থনা এবং আনুষ্ঠানিকতায়ও একাই অংশ নিয়েছেন রানি এলিজাবেথ বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, উইন্ডসোর ক্যাসেলে ৯৪ বছর বয়সী রানি এলিজাবেথের সঙ্গে রয়েছেন তার স্বামী প্রিন্স ফিলিপ। এছাড়াও, কিছু গৃহকর্মীও রয়েছেন বলে জানাচ্ছে বিবিসি’র রয়্যাল করেসপন্ডেন্ট।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাজ পরিবারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সেন্ট জর্জ চ্যাপেলের একটি সম্মিলিত সঙ্গীতের ভিডিও প্রকাশ করা হয়েছে।

উইন্ডসোর ক্যাসেল বড়দিন রানি এলিজাবেথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর