Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ২৪ ঘণ্টায় ১১১ মৃত্যু


২৫ ডিসেম্বর ২০২০ ১৭:৩৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৮:২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১১ জনের মৃত্যু হয়েছে। খবর দ্য ডন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সময় করোনায় ১১১ জনের মৃত্যু ছাড়াও ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৫৬ জন।

এদিকে, পাকিস্তানে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই মৃতের সংখ্যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে দ্য ডন পত্রিকা।

এর আগে, ১৫ জুন পাকিস্তানে একদিনে সর্বোচ্চ ১২৪ জনের মৃত্যু হয়েছিল। আর মহামারির দ্বিতীয় দফা সংক্রমণ শুরুর পর ১৫ ডিসেম্বর মৃত্যু হয়েছিল ১০৫ জনের। বৃহস্পতিবারের মৃত্যু সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন দেখা দেওয়ার পর বিষয়টি নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানে করোনা পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখা হয়েছে। যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। তবে, বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসের নতুন ধরন পাকিস্তানে শনাক্ত হয়নি।

তবে, পাকিস্তানের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা খুবই হতাশাজনক এবং এশিয়ার অন্যান্য দেশের তুলনায় দেশটির পরিস্থিতি যে খারাপ সেকথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান।

করোনায় মৃত্যু কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর