Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় তুরস্ক


২৫ ডিসেম্বর ২০২০ ১৯:০২

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় তার দেশ। সে লক্ষ্যে, দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনাও চলছে। খবর রয়টার্স।

শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজের পর ইস্তাম্বুলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানিয়েছেন এরদোয়ান।

সে সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যদিও ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের আগ্রাসী নীতি কোনোভাবেই সমর্থন করে না তুরস্ক। তারপরও, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন।

এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালো। কিন্তু, ২০১৮ সালে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্ক থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল। তার জবাবে, ইসরায়েলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকেও অব্যাহতি দেওয়া হয়।

তবে,এরদোয়ান বলেন, ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। কিন্তু, দ্বি পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি সম্পূর্ণ আলাদা।

অন্যদিকে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ তারা হামাস জঙ্গিগোষ্ঠীর সদস্যদের পাসপোর্ট প্রদাণের মাধ্যমে সহযোগিতা করছে দেশটি। ওই হামাস জঙ্গিরা ইসরায়েলের ভূ খণ্ডে ঢুকে বিভিন্ন ধরনের সহিংসতার সঙ্গে জড়িয়ে পড়ছে।

ইসরায়েল টপ নিউজ তুরস্ক ফিলিস্তিন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সম্পর্ক উন্নয়ন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর