Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতাসহ ১৫ জন গ্রেফতার


২৫ ডিসেম্বর ২০২০ ১৯:৩২

নড়াইল: নড়াইলে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা আবু হেলাল আল মামুনসহ ১৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে যশোর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা ১০টি মামলার আসামি আবু হেলাল আল মামুনকে (৪৫) গ্রেফতার করে ডিবি পুলিশ। মামুনের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে। তার নামে নড়াইল, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও গাজীপুরে ১০টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মাসুদ রানা ও শেখ ইমরান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামান, ডিবি পুলিশের ওসি নাসির উদ্দীন, এএসআই আনিসুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা।

গোয়েন্দা পুলিশ গ্রেফতার প্রতারক চক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর