সুনামগঞ্জে পাগলা কুকুরের কামড়ে সাত শিশুসহ আহত ১২
২৫ ডিসেম্বর ২০২০ ১৯:৪৭
সুনামগঞ্জ: জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সদরে গেল ১৪ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে ৭ শিশু ও ৫ জন বয়স্ক লোক আহত হয়েছেন। শিশুদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর বাজার ও উপজেলা সদরের বিভিন্ন গ্রামে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত তাদের কামড় দিয়ে আহত করে পাগলা কুকুর। আহতদের মধ্যে এক শিশুর কান কামড় দিয়ে ছিড়ে ফেলায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।