নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ইউরোপের আট দেশে শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানস ক্লুগ এ খবর জানিয়েছেন।
শুক্রবার এক টুইটার পোস্টে ক্লুগ লিখেছেন, ইউরোপিয়ান অঞ্চলের আটটি দেশে কোভিড-১৯ এর নতুন ভ্যারাইটি ভিওসি-২০২০১২/০১ শনাক্ত করা হয়েছে। এটি কোভিড ১৯ এর চেয়ে দ্রুত ছড়ায়। অপেক্ষাকৃত কম বয়সীদের সংক্রমিত করে। এর প্রভাব নিয়ে গবেষণা চলমান রয়েছে। সতর্কতা অত্যন্ত জরুরি।
এর আগে গত ১৪ ডিসেম্বর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, ব্রিটিশ বিজ্ঞানীরা নতুন ধরনের করোনাভাইরাস স্ট্রেন শনাক্ত করেছেন। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে উচ্চ সংক্রমণের জন্য দায়ী হতে পারে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, করোনার এই নতুন স্টেন ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।