Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ভেঙে ২ শ্রমিকের মৃত্যু


২৬ ডিসেম্বর ২০২০ ১৫:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি সীমানা দেওয়াল ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার জুবিলী রোডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মো. সালাহউদ্দিন (২০) ও মো. আব্দুস শুক্কুর (১৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘জুবিলী রোডে একটি খোলা জায়গা সীমানা দেওয়াল দিয়ে ঘেরাওয়ের কাজ চলছিল। নির্মাণাধীন দেওয়ালটি ধসে পড়ে ঘটনাস্থলে এক শ্রমিক মারা যান। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের টিম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘আব্দুস শুক্কুর নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পৌনে ২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশে স্থানীয়ভাবে গির্জার মাঠ নামে পরিচিত জায়গাটিতে পাহাড়ি টিলার মাটি কেটে সমান করছিল দুবাই বাংলা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। এরপর চারপাশে দেওয়া হচ্ছিল সীমানা দেয়াল।

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘জায়গাটির মালিক সেনাবাহিনী। সাহেদ নামে এক ব্যক্তি দুই বছরের জন্য সেটি লিজ নিয়েছেন। সেখানে অস্থায়ীভাবে গোডাউন নির্মাণ করা হচ্ছিল।’

ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘নির্মাণাধীন সীমানা প্রাচীরের ভিত দুর্বল ছিল। সেখানে মাটি ভরাটের পর সেটি ভেঙে পড়ে।’

এদিকে ঘটনাস্থল থেকে মো. মনির নামে দুবাই বাংলা করপোরেশনের এক কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে আটক বা গ্রেফতার না দেখালেও অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে থানায় একটি মামলা হবে বলে জানিয়েছেন ওসি মহসীন।

চট্টগ্রাম টপ নিউজ দেয়াল ধস শ্রমিকের মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর