৩ দিন পর শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু
২৬ ডিসেম্বর ২০২০ ১৭:৪৭
শেরপুর: তিন দিন বন্ধ থাকার পর অবশেষে শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলা বাস কোচ মালিক সমিতির এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু।
সম্প্রতি দুই দফায় ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ি শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকে শ্রমিকদের লাঞ্ছিত ও মারধর করা হয়। পরে বিচারের সিদ্ধান্ত নেওয়া হলে আবারও নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিকরা তাদের মারধর করে।
এ ঘটনার কথা ময়মনসিংহের বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেয়। এ ঘটনায় শেরপুর জেলা মালিক সমিতির পক্ষ থেকে নবীনগর বাসস্ট্যান্ডের ৬ শ্রমিকের নামে মামলা করা হলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।
মারধরে অভিযুক্ত ৪ শ্রমিককে গ্রেফতারের পরপরই বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।