Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরাঞ্চলের শৈত্যপ্রবাহে মধ্যাঞ্চলেও বাড়বে শীত


২৬ ডিসেম্বর ২০২০ ২০:০৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ২৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পৌষের শুরু থেকেই রাজধানীতে জেঁকে বসেছিল শীত। তবে গেল দুদিন থেকে আবারও শীতের প্রাকোপ কিছুটা কমতির দিকে। বরং বর্ষার বিকেলের মতো আবছা গুমোট একটা পরিবেশ বিরাজ করছে চারপাশে। দুপুরের দিকে ছিল কিছুটা রোদের দাপটও।

এই মিষ্টি পরিবেশটা নাকি আবারও চলে যাবে শীতের দখলে। অন্তত আবহাওয়ার পূর্বাভাস বলছে তাই। দেশের উত্তরাঞ্চলে এখন যে শৈত্যপ্রবাহটি চলছে, তার প্রভাব পড়বে মধ্যাঞ্চলসহ সারাদেশেই। এতে করে তাপমাত্রার পরদও নেমে যাবে দশের নিচে।

আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই একটি শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রোববারের মধ্যেই এটি উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তবে এই শৈত্যপ্রবাহটি হবে মৃদু থেকে মাঝারি মাত্রার। এতে গ্রামাঞ্চলে ও নদীবিধৌত অঞ্চলে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও ঢাকায় ৯ এর ঘরে নামবে তাপমাত্রা।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘এই শৈত্যপ্রবাহটি এক সপ্তাহ পর্যন্ত বিস্তৃত হতে পারে। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময়ে হিমালয় থেকে নেমে আসা বাতাসও বইবে জনপদে। ফলে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলসহ সারাদেশেই শীত নতুন উদ্যমে ঝেঁকে বসবে।’

এদিকে ২৬ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এদিন রাজশাহী বিভাগের তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর থেকে দশমিক ৩ কম তাপমাত্র ছিল উপকূলীয় শহর চট্টগ্রামে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এখন পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। আর মৌসুমি লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে আকাশে মেঘের প্রাবল্য বেড়েছে। বেড়েছে কুয়াশাও।

আগামী কয়েকদিনে কুয়াশা আরও বাড়বে।

টপ নিউজ তাপমাত্রা শীতের প্রবাহ