টঙ্গী: টিকটক করতে বাসা থেকে ডেকে নিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনদিন একটি ঘরে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের পর ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পরে কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঢাকার পৃথক দু’টি স্থান থেকে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো- শরিয়তপুর জেলার ডামুড্ডা থানার মোফাজ্জল ব্যাপারির ছেলে শিশির (১৭), ঢাকা জেলার গেন্ডারিয়ার আনোয়ার হোসেন আকাশের ছেলে জুবায়ের ইসলাম ফাহিম (১৭)।
পুলিশ জানায়, ওই কিশোরী টঙ্গীর একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে টিকটক ভিডিও তৈরি করতো। দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু বন্ধুদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই কিশোরীর। তাদের সঙ্গে টিকটক তৈরি করতে পরিবারকে নানাবাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাসা থেকে বের হয়েছিল সে। ঘটনার দিন সন্ধ্যায় আটক শিশির ও ফাহিম ওই কিশোরীকে একটি কক্ষ আটকে রেখে ধর্ষণ করে।
পরে বৃহস্পতিবার নির্যাতিতা কিশোরীর মা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। পরে পুলিশ রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকার একটি দোকানের সামনে থেকে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার কথা জানা গেছে। থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’