Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টয়লেটে মিলল আড়াই কোটি টাকার স্বর্ণ


১৭ মার্চ ২০১৮ ১২:১২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৮

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা।

শনিবার (১৭ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য বিমানবন্দরে নির্ধারিত টয়লেটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের চট্টগ্রামের উপ-পরিচালক আরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ইন্টারন্যাশনাল রুটের যাত্রীদের জন্য যে টয়লেট আছে সেখানে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া গেছে। তবে স্বর্ণের বারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০০ গ্রাম হিসেবে জব্দ করা স্বর্ণের বারের ওজন ৫ কেজি। দাম প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক।

এর আগে গত ১০ মার্চ জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করে ৪৭ পিস স্বর্ণের বার জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা অধিদফতর।

সারাবাংলা/আরডি/টিএম/একে

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

আরো

সম্পর্কিত খবর