Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,০৪৯


২৭ ডিসেম্বর ২০২০ ১৭:০০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৯:০২

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও আট জন নারী। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪৫২ জন।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৭১ হাজার ৯১০টি।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৯ হাজার ১৪৮ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৯৬১জন।

করোনা ভাইরাস টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর