‘নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে’
২৭ ডিসেম্বর ২০২০ ১৬:১৭
ঢাকা: নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করবার পদক্ষেপ নিয়েছি। প্রত্যেকটা স্তর সুবিন্যস্ত করে উন্নয়নের গতিটা যেন গ্রাম পর্যায়ে পৌঁছায় অর্থাৎ স্বাধীনতার সুফল যেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা পায়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি।’
রোববার (২৭ ডিসেম্বর) সকালে ফেনী জেলা পরিষদের নবনিবাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদ বিভাগে যুক্ত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ফেনী জেলার নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার যে আদর্শ, যে নীতি সেই নীতি মেনে চলতে হবে। আজকে নির্বাচিত প্রতিনিধি হিসাবে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কারণ আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করবার পদক্ষেপ নিয়েছি। যে কারণে আমরা আইন করে এই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা স্তর সুবিন্যস্ত করে উন্নয়নের গতিটা যেন গ্রাম পর্যায়ে পৌঁছায় সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছায় একেবারে তৃণমূল মানুষের কাছে যেন উন্নয়নের ছোঁয়া যায় অর্থাৎ স্বাধীনতার সুফল যেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা পায়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।’
জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। দেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে।’
ফেনী জেলা পরিষদ উপ-নির্বাচনে জয়লাভ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। এর আগে ৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে তপনকে ফেনী জেলা পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ সেপ্টেম্বর জেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর আগে ৫ বছর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আজিজ আহম্মদ চৌধুরী। আজকের শপথ নিয়ে আগামী এক বছরের জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তপন।