Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে নতুন ৪ তেল-গ্যাস ক্ষেত্রের সন্ধান


২৭ ডিসেম্বর ২০২০ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে নতুন আরও চারটি তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকো। খবর এসপিএ।

রোববার (২৭ ডিসেম্বর) দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবুদল আজিজ বিন সালমান এ ঘোষণা দেন।

এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাহরান প্রদেশের আল রেশ তেল ক্ষেত্রে নতুন চারটি উৎসের সন্ধান মিলেছে।

নতুন এই তেল ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী। এর মধ্য দিয়ে, অতিরিক্ত অপরিশোধিত জ্বালানি তেল রফতানির মাধ্যমে তওয়াইক পবর্তমালা গঠন কার্যক্রম গতি পাবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে দ্বিতীয় ক্ষেত্র থেকে প্রতিদিন চার হাজার ৪৫২ ব্যারেল তেল এবং ৩২ লাখ ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তবে, তৃতীয় এবং চতুর্থ ক্ষেত্র থেকে ঠিক কি পরিমাণ তেল গ্যাস পাওয়া যাবে তা নির্ণয়ে কাজ করছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা গেছে, তৃতীয় ক্ষেত্র থেকে দুই হাজার ৭৪৫ ব্যারেল তেল এবং ৩০ লাখ ঘনফুট প্রাকৃতিক পাওয়া যাচ্ছে। চতুর্থ ক্ষেত্র থেকে প্রতিদিন তিন হাজার ৬৫৪ ব্যারেল তেল এবং ১৬ লাখ ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে।

পাশাপাশি, ক্ষেত্রগুলো কী পরিমাণ তেল-গ্যাস মজুত রয়েছে এবং কী পরিমাণ উত্তোলন সম্ভব সে ব্যাপারে অনুসন্ধান চলছে বলেও জানান মন্ত্রী।

অপরিশোধিত জ্বালানি তেল রফতানি জ্বালানিমন্ত্রী তেল-গ্যাস ক্ষেত্র সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর