Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে রেলের জমি থেকে ৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ


২৭ ডিসেম্বর ২০২০ ২০:৪৯

চট্টগ্রাম ‍ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ‘জোড় ডেবা’ হিসেবে পরিচিত একটি জলাশয়ের চারপাশ দখলমুক্ত করার কাজ শুরু করেছে রেলওয়ে। প্রথমদিনে অবৈধভাবে গড়ে ওঠা ৬ শ’রও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ নিজেদের মালিকানাধীন ভূমিতে এ উচ্ছেদ অভিযান চালায়। ধারাবাহিক অভিযানে ডোবাটির আশপাশজুড়ে গড়ে ওঠা দেড় হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

রেলওয়ের জরিপ অনুযায়ী, পাহাড়তলী বাজার সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা ওই বস্তিতে রয়েছে প্রায় দেড় হাজারের মতো ঘর। এদের মধ্যে উচ্ছেদের প্রথম দিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ছয় শতাধিক ঝুঁপড়ি ঘর, টিনশেড দোকান এবং সেমিপাকা ঘর।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সহযোগিতা দেয়।

রেলওয়ের ভূমি জরিপ শাখার কর্মকর্তা আবদুস সালাম জানিয়েছেন, জোড় ডেবার আশপাশে রেলওয়ের জায়গা দখল করে আধাপাকা ও টিনশেড বাড়ি নির্মাণ করে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে একটি চক্র। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথমদিনে ধর্মীয় স্থাপনা বাদ দিয়ে ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য রেলওয়ের জায়গায় এসব অবৈধ স্থাপনায় মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘঠিত হয় বলে অভিযোগ আছে।

অবৈধ উচ্ছেদ রেলের জমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর