Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন শি জিনপিং, লক্ষ্য আজীবনের


১৭ মার্চ ২০১৮ ১৩:১৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৩:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয়বারের মতো চীনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার চীনের কমিউনিস্ট সংসদ সর্বসম্মত হয়ে শি জিনপিকে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়াং কিশানকে আগামি পাঁচ বছরের জন্য নতুন মেয়াদে নিয়োগ দিয়েছে।

তবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাবেক দুর্নিতি দমন বিভাগের প্রধান ওয়াং কিশানের নিয়োগ সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে। সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনস্পেকশনের প্রধান ছিলেন ওয়াং কিশান। গত পাঁচ বছরে ১৫ লাখ দুর্নীতিগ্রস্ত পার্টি কর্মীকে শাস্তি দিয়েছেন ওয়াং। বাদ যাননি পার্টির কর্মী থেকে ক্যাডাররাও।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রপতি হিসেবে শি জিনপিংয়ের দ্বিতীয় মেয়াদের নিয়োগ আগে থেকে নির্ধারিত থাকলেও উপরাষ্ট্রপতি হিসেবে ওয়াং কিশানের নিয়োগ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিলো। ন্যাশনাল পিপল কংগ্রেসের বার্ষিক সভায় এদিন শি জিনপিং ২৯৭০ ভোটই পান। ২০১৩ সালে তিনি ২৯৫৩টি ভোট পেয়েছিলেন।

দ্বিতীয় মেয়াদে ওয়াংকে পাশে পেয়ে নিজের জায়গা ও ক্ষমতা আরও পাকাপোক্ত করে ফেললেন শি জিনপিং। তার লক্ষ্য এখন জীবন কালীন।

কিছুদিন আগে চীনের সংবিধানে নতুন সংশোধনী এসেছে। আগে সেখানে প্রেসিডেন্টের মেয়াদকাল দুই মেয়াদে সীমাবদ্ধ ছিলো বর্তমানে সে আইনটি বিলুপ্ত করা হয়েছে। ফলে শি জিনপিং চেষ্টা করবে বাকি জীবনটা চীনের প্রেসিডেন্ট হিসেবে পার করার।

শনিবার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ করে তাদের দায়িত্ব প্রহণ করেণ। সেখানে শি জিনপিং লাভ কাভারে একটি গ্রন্থের ওপর হাত রেখে চীনের প্রতি অনুগত থাকার শপথ নেন।

 

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর