Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাসা থেকে চবি কর্মচারীর মরদেহ উদ্ধার


২৭ ডিসেম্বর ২০২০ ২১:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উত্তর ক্যাম্পাস এলাকার কর্মচারীদের তৃতীয় ভবনের দ্বিতীয় তলা থেকে সালাউদ্দিন (৩৪) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, স্ট্রোক করে মৃত্যু হয়েছে তার।

রোববার (২৭ ডিসেম্বর) রাতে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত সালাউদ্দিন বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতরের চতুর্থ শ্রেণির কর্মচারী পিয়ন হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

আব্দুর রহিম বলেন, আমরা এখনো ঘটনাস্থলে আছি। কিভাবে মৃত্যু হয়েছে, এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের পিয়ন ছিলেন সালাউদ্দিন। ঘরেই ছিলেন তিনি। ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে লাশ উদ্ধার করা হয়েছে।

ড. আতিকুর আরও বলেন, কী কারণে মৃত্যু হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেছে বা আত্মহত্যা কি না— বলা কঠিন। তদন্ত না করে বলা সম্ভব হবে না। আমরা ঘটনাস্থলে তেমন কিছু দেখতে পাইনি। চেয়ারে বসেছিলেন। পরে পুলিশ এসেছে। তার পরিবারের সদস্যরাও মনে করছেন এটি স্বাভাবিক মৃত্যু। তাদের সঙ্গে আলোচনা করে পুলিশ ব্যবস্থা নেবে।

কর্মচারীদের তৃতীয় ভবন কর্মচারীর মরদেহ উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি উত্তর ক্যাম্পাস

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর