Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেলেন দেওয়ানবাগী পীর


২৮ ডিসেম্বর ২০২০ ১১:২৮

দেওয়ানবাগী পীর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.) মারা গেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে মৃত ঘোষণা করেন ইউনাইটেড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০। দেওয়ানবাগ দরবার শরীফ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

জানা গেছে, ভোরের দিকে নিজ বাসায় স্ট্রোক করেন দেওয়ানবাগী। পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ আরামবাগে নেওয়া হয়েছে।

তিনি ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার, মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।

টপ নিউজ দেওয়ানবাগ দরবার শরীফ দেওয়ানবাগী পীর সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর