Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির পর করোনা পরিস্থিতি ভয়ংকর খারাপ হতে পারে: ফাউচি


২৮ ডিসেম্বর ২০২০ ১২:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১২:০৩

ক্রিসমাসের ছুটির ভ্রমণ শেষে করোনা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি।

রোববার (২৭ ডিসেম্বর) সিএনএনকে তিনি বলেন, এই উদ্বেগের কথা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেয়ার করেছি। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি ভয়ংকর হতে পারে।

এর আগে বাইডেন সতর্ক করে বলেছিলেন, জাতির অন্ধকার দিনগুলো আমাদের পেছনে নয়, সামনে রয়ে গেছে। চলতি বছর বড়দিন ও নতুন বছরের ছুটিতে ভ্রমণ কম হলেও তা উল্লেখযোগ্যভাবেই চলছে।

গত মাসে থ্যাংকসগিভিং হলিডে শেষে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে গেছে। সংক্রমণের সংখ্যা দুই লাখ এবং দৈনিক মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে। এদিকে এ পর্যন্ত ২০ লাখ আমেরিকান টিকা পেয়েছে। বছরের শেষ নাগাদ দুই কোটি লোক টিকা পাবেন- এমন ঘোষণা এসেছে প্রশাসনের পক্ষ থেকে। এ প্রসঙ্গে ফাউচি বলেন, এপ্রিল নাগাদ অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেওয়ার কথা তারা সকলেই পেয়ে যাবেন বলে তিনি আস্থাশীল। এরমধ্য দিয়ে সাধারণ জনগণের টিকা পাওয়ার পথ উন্মুক্ত হবে।

এন্থনি ফাউচি করোনা পরিস্থিতি ক্রিসমাসের ছুটি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর