Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বাসের হেলপার গ্রেফতার


২৮ ডিসেম্বর ২০২০ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: চলন্ত বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার মামলায় বাসের হেলপারকে গ্রেফতার করেছে পিবিআই। তার নাম রশিদ আহমদ (২৭)। বাড়ি ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর গ্রামে।

সুনামগঞ্জের ছাতক থানার বুরাই গাওগ্রাম থেকে রবিবার রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, আসামিকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ওঠেন ওই তরুণী। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যান। গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

এ ঘটনায় রবিবার রাতেই বাসচালক ও হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা করেন তরুণীর বাবা।

ধর্ষণ চেষ্টা বাসের হেলপার মামলা সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর