Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সেনা সদস্যের মৃত্যু


২৮ ডিসেম্বর ২০২০ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সংঘাতপ্রবণ বেলুচিস্তান প্রদেশের হারনাই অঞ্চলে আধাসামরিক বাহিনীর একটি ফাঁড়িতে চলা সন্ত্রাসী হামলায় সাত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।

রোববার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে ওই হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হামলার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের সময় সাত সৈন্যের মৃত্যু হয়।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, হামলাকারীরা যেন পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। বন্দুকধারীদের ধরতে ব্যাপক অভিযানও শুরু হয়েছে।

এদিকে, রাষ্ট্রবিরোধী শক্তি এই হামলার সঙ্গে জড়িত এবং এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে বেলুচিস্তানে কষ্টে অর্জিত শান্তি ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

বিজ্ঞাপন

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেলুচিস্তানে এ হামলা ও প্রাণহানির ঘটনায় মনক্ষুণ্ণ হওয়ার কথা জানিয়েছেন।

এর আগে, নিরাপত্তা বাহিনীর হাতে ১০ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হওয়ার প্রতিক্রিয়ায় ফ্রন্টিয়ার কোরের ফাঁড়িতে এ হামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

প্রসঙ্গত, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর প্রায়ই বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী হামলা চালায়। প্রদেশটিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) বেশ সক্রিয়।

ইমরান খান ইসলামিক স্টেট (আইএস) পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তান সন্ত্রাসী হামলা সেনা সদস্যের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর