Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইকেল লেনে পুলিশ বক্স উচ্ছেদ করল ডিএনসিসি


২৮ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইকেল লেনের ওপর পুলিশ বক্স বসানোয় তা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া সাইকেল লেনের ওপর স্থাপিত সকল অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও পার্কিং উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয়পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় একটি পুলিশ বক্সসহ প্রায় ৬০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান করার জন্য পথচারীকে উদ্বুদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

ডিএনসিসি সাইকেল লেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর