Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় ট্রলার ডুবে ১৭ নাবিক নিখোঁজ


২৮ ডিসেম্বর ২০২০ ১৮:৩৯

রাশিয়ার বরেন্ট সাগরে একটি মাছ ধরার ট্রালার ডুবে ১৭ নাবিক নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে। প্রচণ্ড ঠান্ডায় সাগরের পানি জমে যাওয়ায় নিখোঁজরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আরটি নিউজ।

সোমবার (২৮ ডিসেম্বর) বরেন্ট সাগরের মুরমানস্কভিত্তিক ফিশিং ট্রলারটি ১৯ নাবিক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

পরে, ওই ট্রলার থেকে স্থানীয় উদ্ধারকারী দলকে টেলিফোনে বিপদের বিষয়টি অবগত করা হয়। আশপাশে থাকা নৌকাগুলো অভিযান শুরু করলে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে নিরাপদে স্থানে নেওয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তারা সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বাকিদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, আবহাওয়া খারাপ হতে থাকায় পরিস্থিতি নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। পানি বরফে পরিণত হওয়ায় মাছ ধরার ট্রলারটি ডুবে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, নিখোঁজদের সন্ধানে ওই এলাকায় তিনটি উদ্ধারকারী বড় জাহাজ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছাতে বেশ সময় লাগবে বলে জানিয়েছ ইন্টারফ্যাক্স এবং মস্কো নিউজ এজেন্সি।

ট্রলার ডুবি নিখোঁজ বরেন্ট সাগর রাশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর