Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীর কাসেমের পাচার করা অর্থ ফেরত আনতে বিএফআইইউকে দুদকের চিঠি


২৮ ডিসেম্বর ২০২০ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাষ্ট্র পাচার হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর ২৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউকে আবার চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের সচবি ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২৮ ডিসেম্বর) দুদকের মানিলন্ডারিং বিভাগ থেকে এই চিঠি দেওয়া হয়েছে। মীর কাসেম আলী যুক্তরাষ্ট্রে ২৫ মিলিয়ন ইউএস ডলার পাচার করেছেন বলে অভিযোগ ছিল৷ এ অভিযোগের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে৷ এ অর্থ যুদ্ধাপরাধের বিচার প্রভাবিত করতে ব্যবহার করা হয়েছে৷ বর্তমানে এ অনুসন্ধান বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের কাছে রয়েছে৷

বিজ্ঞাপন

অপরদিকে এর আগেও দুদকের পক্ষ থেকে তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়।

দুদক সূত্রে জানা ২০১২ সালের মাঝামাঝি সময়ে দুদকে অভিযোগ আসে, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত নেতা মীর কাসেম আলী ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে একটি মার্কিন লবিস্ট ফার্মকে ২৫ মিলিয়ন ডলার পাঠান। যা বাংলাদেশি টাকায় পৌনে ৩শ কোটি টাকা।

অভিযোগটি আসার পরই দুদক তখন অর্থপাচারের এ বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। এমনকি ২০১২ সালের ২৫ আগস্ট আদালতের অনুমতিক্রমে মীর কাসেম আলীকে জেলগেটে জিজ্ঞাসাবাদও করা হয়।

অপরদিকে ২০১২ সালের আগস্টের মাঝামাঝি আইন মন্ত্রণালয় থেকে লিখিতভাবে দুদককে বিষয়টি জানিয়ে অনুসন্ধান করতে বলা হয়। অভিযোগটি আমলে নিয়ে ওই বছরের আগস্টেই দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

দুদক মীর কাসেম আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর