বিমানের লাইফ জ্যাকেটের বাক্সে ২২টি সোনার বার
২৮ ডিসেম্বর ২০২০ ২১:৪২
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের লাইফ জ্যাকেটের বাক্সে মিললো ২২টি সোনার বার।
সোমবার (২৮ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই সোনার বার উদ্বার করে বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, সোনা চোরাচালানের একটি গোপন তথ্য ছিলো শুল্ক গোয়েন্দার কাছে। এরপর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৪৮) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অতপর বিমানটি তল্লাশি করা হয়। এসময় বিমানের সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটের বাক্সের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২২টি সোনা বার উদ্বার করা হয়। যার ওজন ২ কেজি ৫৫২ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।