৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬ জন কারাগারে
২৯ ডিসেম্বর ২০২০ ২০:১৬
ঢাকা: রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ৬ জনের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তিন দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম ৬ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। এসময় তাদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।
এর আগে গত ২৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর বিকেলে দক্ষিণখান থানার গুলবার মুন্সি সরণি রোড থেকে সাপের বিষসহ ছয়জনকে গ্রেফতার করে র্যাব-২। এসময় কাচের জারে রাখা ৮ দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।