Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মদনে পৌর নির্বাচনে জামানত হারাচ্ছেন ২ মেয়র প্রার্থীসহ ১১ জন


২৯ ডিসেম্বর ২০২০ ২০:২৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ২১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ১১ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি জানান, নিয়মানুযায়ী যে পরিমাণ ভোট পড়েছে, তার আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী মেয়র পদের ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দুই জনের জামানত বাজেয়াপ্ত হবে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৪ প্রার্থীর মধ্যে চার জনের এবং সবচেয়ে বেশি সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পাঁচ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, মদন পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ছয় জন। তাদের মধ্যে জাতীয় পার্টির ক্ষুদিরাম চন্দ্র দাস, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রউফের জামানত বাজেয়াপ্ত হবে। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের শঙ্খ রানী বণিক (আনারস) ও স্যাজুতি তালুকদার সোনালী (অটোরিক্সা) এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের পারুল আক্তার (জবাফুল) ও মুন্না আক্তারের (অটোরিক্সা) জামানত বাজেয়াপ্ত হবে।

অন্যদিকে, যে পাঁচ জন কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে তারা হলেন— ৩ নম্বর ওয়ার্ডের নবাব মিয়া (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডের মো. হযরত আলী (পাঞ্জাবি), ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল করিম খান (পাঞ্জাবী) ও মো. আজিমুল খান (ডালিম) এবং ৮ নম্বর ওয়ার্ডের মো. জুয়েল মিয়া (ডালিম)।

এর আগে, গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) দেশের আরও ২৩টি পৌরসভার সঙ্গে প্রথম ধাপে মদন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভাটিতে মোট ভোটার ছিলেন ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে ভোট পড়েছে ৯ হাজার ২৩টি, বাতিল হয়েছে ১৫টি ভোট।

জামানত জামানত বাজেয়াপ্ত পৌর নির্বাচন মদন পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর