Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: রাশিয়ায় মৃত্যু সরকারি হিসাবের ৩ গুণ


২৯ ডিসেম্বর ২০২০ ২২:৪৪

রাশিয়ায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় তিন গুণ বেশি। খবর দ্য গার্ডিয়ান, বিবিসি।

সোমবার (২৮ ডিসেম্বর) রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে, বেশ কিছুদিন ধরেই রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করছিলেন।

কিন্তু, প্রেসিডেন্ট পুতিন বারবার বলছিলেন, রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা কম, এটাই তার প্রশাসনের করোনা মোকাবিলার সাফল্য।

রাশিয়া জরিপ পরিচালনাকারী সংস্থা দ্য রোসস্ট্যাট এর বরাতে দ্য গার্ডিয়ান জানাচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাসহ বিভিন্ন রোগে মৃতের সংখ্যা বেড়ে দুই লাখ ২৯ হাজার ৭০০ তে দাঁড়িয়েছে।

এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করে দেশটির উপ প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, এই বাড়তি মৃত্যুর প্রায় ৮১ শতাংশ কোভিড-১৯ সংক্রান্ত। তার মানে, ১ লাখ ৮৬ হাজারের বেশি রাশিয়ার অধিবাসীর করোনায় মৃত্যু হয়েছে।

অথচ, রাশিয়ার সরকারি হিসাব বলছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৫৫ হাজার ৮২৭ জন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, মৃত্যুর সংখ্যা কম দেখানোর উদ্দেশ্যে রাশিয়া শুরু থেকে কৌশলের আশ্রয় নেয়। ময়নাতদন্তে যাদের রিপোর্ট পজিটিভ ছিল তাদেরকেই শুধু ‘করোনায় মৃত’ বলা হয়েছে।

ওদিকে, রাশিয়া ইতোমধ্যেই নিজেদের উদ্ভাবিত স্পুটনিক-৫ টিকার প্রয়োগ শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে একদিনে ৭০ ক্লিনিকে টিকা সরবরাহের খবর পাওয়া গেছে। দেশটিতে প্রথম পর্যায়ে টিকা নিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী, শিক্ষক এবং সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

করোনায় মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস রাশিয়া সরকারি হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর