Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ১


৩০ ডিসেম্বর ২০২০ ১১:৫৬

কুমিল্লা: শাসনগাছা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলস্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, ঢাকাগামী মালবাহী ট্রেনটি শাসনগাছা রেলক্রসিং অতিক্রমের সময় রেললাইনে থাকা অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে ফেলে। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। দুই মহিলাসহ চার যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ফরিদ মুন্সী নামে একজন মারা যান। দুর্ঘটনায় রেল ইঞ্জিনের এয়ার পাইপ নষ্ট হয়ে গেলে মালগাড়িটি রেলস্টেশনে এনে মেরামত করা হয়।

বিজ্ঞাপন

কুমিল্লা ট্রেন দুর্ঘটনা শাসনগাছা সিএনজি অটোরিকশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর