Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় চিকিৎসকদের ধর্মঘট


৩০ ডিসেম্বর ২০২০ ১৩:৩৬

নেত্রকোনা: জামালপুরে চিকিৎসকদের ওপর হামলা ও হয়রানির প্রতিবাদে নেত্রকোনা ধর্মঘট কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। এতে জেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া দাবি করেছেন, ধর্মঘটের কারণে জেলায় চিকিৎসাসেবায় তেমন কোনো প্রভাব পড়েনি । নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও নয়টি উপজেলা হাসপাতালে চিকিৎসাসেবা থেকে কোনো রোগী যাতে বঞ্চিত না হন সেই লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান কবীর বলেছেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত জেলায় চিকিৎসকদের কর্মসূচি চলবে। কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না।

চিকিৎসদের ধর্মঘট জামালপুর নেত্রকোনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর