রংপুর: নগরীর কোর্ট পাড়া এলাকার প্রতিবন্ধী নাজমুল হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল আবু তায়েফ হাসানকে চার দিনের রিমান্ড ও তার স্ত্রী সুফিয়া বেগমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী এ আদেশ দেন। এর আগে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার পুলিশ কনস্টবল হাসান ও তার স্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ২৩ তারিখ বুধবার দুপুরে কোর্টপাড়ার ভাড়াবাসা থেকে প্রতিবন্ধী নাজমুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, হাসান ও তার স্ত্রী পিটিয়ে রিকশাচালক নাজমুলকে হত্যা করেছে। এ ঘটনায় নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম বাদী হয়ে তাজহাট থানায় কনস্টেবল হাসান ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করে পুলিশ।