উহানে করোনা আক্রান্ত ছিলেন ৫ লাখ
৩০ ডিসেম্বর ২০২০ ১৬:৪১
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনা আক্রান্ত হয়েছিলেন পাঁচ লাখ মানুষ। খবর বিবিসি।
বুধবার (৩০ ডিসেম্বর) চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, উহানের আনুমানিক জনসংখ্যা এক কোটি ১০ লাখ। তার মধ্যে পাঁচ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে সংস্থাটি জানাচ্ছে।
সে হিসাব অনুযায়ী, উহানে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াচ্ছে পাঁচ লাখ।
কিন্তু, উহানের কর্তৃপক্ষ যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে শহরটিতে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৩৫৪ জন।
এখন দেখা যাচ্ছে, সরকারি সংখ্যার তুলনায় ১০ গুণ বেশি মানুষ উহানে আক্রান্ত হয়েছিলেন।
এ ব্যাপারে উহানের কর্তৃপক্ষ জানিয়েছে, উপসর্গহীন আক্রান্তদের তালিকায় রাখেনি তারা। সে কারণে, হিসাবে তারতম্য দেখা দিয়েছে।
এমন এক সময়ে এই তথ্য প্রকাশ করা হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রতিনিধি দল করোনার উৎপত্তি অনুসন্ধান করতে উহানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।