আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যে রাশিয়ান গুপ্তচর হত্যার প্রেক্ষিতে বিবাদমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশি।
শনিবার (১৭ মার্চ) মস্কোতে নিযুক্ত যুক্তরাজ্যের কূটনীতিকদের ‘পার্সনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে যুক্তরাজ্য ২৩ রাশিয়ান কূটনীতিককে সে দেশ থেকে বহিষ্কার করলে তার জবাবে রাশিয়াও যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিল।
এর আগে গত ৪ মার্চ রাশিয়ান গুপ্তচর সার্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে জুলিয়া স্ক্রিপালকে যুক্তরাজ্যের স্যালিসবেরিতে বিষ প্রয়োগে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় রাশিয়াকে। এ ঘটনার জন্য যুক্তরাজ্য রাশিয়ার কাছে হত্যাণ্ডের কারণ জানতে চাইলে তারা কারণ ব্যাখ্যা করতে অস্বীকার করে।
এ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে টেরিজা মে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভেরভের যুক্তরাজ্য ভ্রমণ ও তদন্তের আবেদন প্রত্যাখ্যান করেন। এ ছাড়াও যুক্তরাজ্য থেকে রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কার করেন।
সারাবাংলা/এমআই