Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ২২ দিন ধরে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ


৩১ ডিসেম্বর ২০২০ ১৭:৫২

বরিশাল: বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে মাছধরা ট্রলারসহ ১৮ জেলে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এফবি আল-হাসান নামের মাছধরার ট্রলারটি পটুয়াখালীর মহিপুর বন্দর থেকে গভীর সমুদ্রে যায়। এরপর থেকে ট্রলারের কোনো জেলের সঙ্গে মালিক ও স্বজনরা যোগাযোগ করতে পারেননি।

নিখোঁজ জেলেরা হচ্ছেন- কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মুসুল্লীয়াবাদ গ্রামের ট্রলার মাঝি মো. নজরুল ইসলাম (৬৪), মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের আল-আমিন (২১), বরগুনা জেলার তালতলী উপজেলার ছোট বগি এলাকার শাকিল (১৪), শামিম (৩৮), তোফাজ্জেল হোসেন ফকির (৫২), রমজান তালুকদার (৫০), শাহ আলম (৪০), আজিজ (৪৩), খলিল (৩৯), হোচেন (৩৮) এবং লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন এলাকার হাফিজুল্লাহ (৫০), কাশেম (৫০), ইউসুফ (৪২), বাবুল (৪২), আবুল কাশেম (৪২), কবির হোসেন (৪২), বাবলু (৪২) ও শ্রী জগন্নাথ (৪৮)।

বিজ্ঞাপন

নিখোঁজ নজরুল মাঝির ছেলে মো. নাছির জানান, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশ ভারত বা মিয়ানমারে ভেসে যেতে পারে অথবা ডাকাতদের কবলে পড়তে পারে।

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘নিখোঁজ জেলেদের অনুসন্ধান অব্যাহত রেখে কোস্টগার্ড ও নৌবাহিনীকে বিষয়টি অবহিত করেছি। এছাড়াও দেশের সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

গভীর সমুদ্র নিখোঁজ পটুয়াখালী মহিপুর বন্দর মাছধরা ট্রলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর