Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রক্তে অর্জিত পতাকার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’


৩১ ডিসেম্বর ২০২০ ২০:৪২

ঢাকা: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে যে পতাকা আমরা অর্জন করেছি তার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহ শহরের উপকণ্ঠে ব্রহ্মপুত্র নদের ব্রিজসংলগ্ন স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত বিজয় পতাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায় দুশো বছরের ইংরেজ শাসনের পর পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে সফল ও সার্থক সংগ্রামে নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা এ জাতির শ্রেষ্ঠ অর্জন। আন্দোলন-সংগ্রামের সফল ও সার্থক পরিণতি আমাদের মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং লাল সবুজের এই পতাকা।’

বিজ্ঞাপন

ধর্ম ব্যবসার আড়ালে স্বাধীনতাবিরোধী ভাবধারার বাস্তবায়ন ঘটাতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা সুযোগ পেলেই হীনস্বার্থে বিভিন্ন ইস্যুকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিন্তু এদেশের মুক্তিকামী সাধারণ মানুষ তাদের এই উদ্দেশ্য কখনোই সফল হতে দেবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষ জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করবে অর্থাৎ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাই নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করবে।’

৩০ লাখ শহীদ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর