মহামারির বছরে সেরা ছবিগুলো, দেখেছেন কি (পর্ব-২)
৩১ ডিসেম্বর ২০২০ ২০:৩৭
বছরটি করোনার। মহামারি, লকডাউন, সামাজিক দুরত্ব শব্দগুলো যেমন সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তেমনি এ বছরই আশার কথাও শুনেছে মানুষ, উন্নতি হয়েছে সন্ত্রাসবাদ পরিস্থিতি, বায়ুমানসহ পৃথিবীর সামগ্রিক পরিবেশের। সুস্থ্য থাকা, পৃথিবীকে সুস্থ্য রাখা, মানুষের পাশে দাঁড়ানো, সবাই মিলে একসঙ্গে ভালো কাজ করার তাগিদ এ বছরই সবচেয়ে বেশি অনুভব করেছে মানুষ।
সময়ের সেই ঘটনাগুলোর স্বাক্ষী হয়ে রয়েছে ২০২০ সালের কিছু আলোকচিত্র। এই আলোকচিত্রগুলো মানুষের মন জয় করে হয়েছে একালের সবচাইতে জনপ্রিয়তম শব্দ ‘ভাইরাল’। আলোচিত এই বছরে যেসব ছবি গণমাধ্যম ও অনলাইনে সাড়া ফেলেছে সেগুলো নিয়েই বছরের সেরা ছবির ফিচারটি।
বছরের ৪ এপ্রিল লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর ১১ বছরের শিশু হুদা কিন্নোকে উদ্ধার করছেন তার চাচা মোস্তফা। সিরিয়ার আলেপ্পো শহর থেকে আসা কিন্নোর ১৫ বছরের বোন সেদতরার মৃত্যু হয় ওই বিস্ফোরণে। ছবি:এপি
যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের তালেবানদের সঙ্গে শান্তিচুক্তির কয়েক সপ্তাহ পর ১৩ মার্চের ছবি এটি। দেশটির পুর্ব লগমন প্রদেশে বিদ্রোহী অধ্যুষিত এলাকা পরিদর্শনে যান সাংবাদিকরা। সেখানে সৈন্যদের মাঝ দিয়ে দুই শিশুর হেঁটে যাওয়ার ছবি। ছবি: দ্যা নিউ ইয়র্ক টাইমস/ রেডক্স
ইরানের সামরিক নেতা কাশেম সোলাইমানির মৃত্যুর পর তেহরানের একটি মসজিদের ছবি। ছবিতে সোলায়মানির মৃত্যুতে ইরানী নারীদের শোক পালন ও বিক্ষোভ প্রদর্শন করতে করতে দেখা যাচ্ছে। ছবি: টাইম
যুক্তরাষ্ট্র পুলিশের হত্যার শিকার জর্জ ফ্লয়েডের স্মরণে বিক্ষোভের ছবি। অ্যাফ্রো-আমেরিকান বংশোদ্ভুত ইসমাইল ব্রনসন ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে অনুষ্ঠিত বিক্ষোভে স্লোগান দিচ্ছেন। বছরের মাঝামাঝি এই হত্যাকাণ্ডটি যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে আলোড়ন তুলেছিল বেশ। ছবি: টাইম
নিউইয়র্কে পুলিশের হত্যার শিকার জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে ধরা পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের ছবিতে স্প্রে পেইন্ট করছেন এক বিক্ষোভকারী। আলোকচিত্রী বলেন, বিক্ষোভরত ছেলেটি কোথাও থেকে বেগুনি রঙের স্প্রে বোতলটি এনে লিখতে শুরু করে। ছবি: টাইম
যুক্তরাষ্ট্রে অ্যাফ্রো-আমেরিকান বংশোদ্ভুত জর্জ ফ্লয়েড হত্যার চারদিন পর ২৯ মে ব্রুকলিনের বার্কলেস সেন্টারের কাছে এক বিক্ষোভকারীকে টেনে নিয়ে যেতে দেখা যায়। যুবকটির শার্টে লেখা ছিলো ‘সহিংসতা বন্ধ করুন’। ছবি: টাইম
যুক্তরাষ্ট্রে তেড়ে আসা এক পিস্তলধারীর ওপর স্প্রে করছেন আক্রান্ত ব্যক্তি। গত ১০ অক্টোবর ‘দেশপ্রেমিক’ শিরোনামে র্যালিতে একজন পিস্তলধারীর ওপর স্প্রে করছিলেন। পিস্তলধারী ব্যক্তি পরে গুলি করে কয়েকজন বিক্ষোভকারিকে হত্যা করেন। ছবি: এপি
থাইল্যান্ডের ব্যাংককের কাসেট ইন্টারসেকশনে গণতন্ত্রপন্থীরা হাতের তিন আঙ্গুল দেখিয়ে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। ছবিটি গত ১৯ অক্টোবর তোলা। ছবি: এপি
হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবি। দেশটিতে নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হলে জনতা বিক্ষোভ করেন। জবাবে পুলিশও হয়ে ওঠে মারমূখী। ছবি: দ্যা নিউ ইয়র্ক টাইমস/ রেডক্স
দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দ্বীপে ১৬ জুন তোলা ছবিটিতে দাবানলে আহত কোয়ালার শরীরে পানি ঢালছেন একজন স্বেচ্ছাসেবী। কোয়ালাটিকে পরে দ্রুত কাছাকাছি একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শত শত প্রাণীকে সেবা দেওয়া হচ্ছিল। ছবি: টাইম
২০২০ সালের প্রতিবাদের ছবি দেখেছেন কি (পর্ব-২) মহামারির বছরে সেরা ছবিগুলো সালতামামি ২০২০