Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে বাস গর্তে পড়ে নারীর মৃত্যু, আহত ১০


১ জানুয়ারি ২০২১ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া-নওগাঁ সড়কের দরগাহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাহিমা বেগম (৪০) নামে এক বাসযাত্রী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী বাস দরগাহাট এলাকায় একটি গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সেখানে একটি কালভার্ট নির্মাণের জন্য খোড়ার কারণে গর্ত ছিলো। ওই কালভার্টের নির্মাণ কাজ চলছে। বাসটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় বাসযাত্রী ফাহিমা ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল জানিয়েছেন, বাসের চালক ও হেলপার দুর্ঘটনার পরই পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনা বগুড়া-নওগাঁ বাসযাত্রী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর