Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২


২ জানুয়ারি ২০২১ ০৯:১২

ঢাকা: রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। আহতরা হলো- হাসান (১৮) ও সোহাগ (১৭)।

শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তারা মহাখালী সাততলা বস্তিতে থাকে। মহাখালী কাঁচাবাজারে একটি দোকানে বসে খাবার খাচ্ছিলো। সেখানেই হামলার শিকার হন তারা। আহত দুজনের মাথায় আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বাচ্চু মিয়া আরও জানান, আরিফের বুকে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত আরিফের বন্ধু রবিন জানায়, আরিফ, সোহাগ ও হাসানসহ আরও কয়েকজন বন্ধু মিলে মহাখালী কাঁচাবাজার এলাকার একটি হোটেলে খাচ্ছিল। এমন সময় ওই এলাকারই জনি, নুরুসহ কয়েকজন এসে তাদেরকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কেন এই হামলা সেই বিষয়ে কিছুই জানে না রবিন।

আরিফের বাবার নাম কবির। স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিলো তার।

কিশোর নিহত ছুরিকাঘাত টপ নিউজ মহাখালী সাততলা বস্তি

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর