চট্টগ্রামে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু
২ জানুয়ারি ২০২১ ১৪:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তিগ্রস্ত মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাথারিয়া বাজারে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন বাঁশখালী ফায়ার স্টেশনে কর্মরত টিম লিডার লিটন বৈঞ্চব।
মৃত মো. বাদশা (৫০) কাথারিয়া বাজারে ‘আজিজ আহমেদ ফার্ণিচার’ নামে একটি দোকানের কর্মচারী ছিলেন। তার বাড়িও কাথারিয়ায়।
নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সোয়া ১২টায় বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে দু’টি কাঠের দোকান, একটি ফার্নিচার, একটি ডিপার্টমেন্টাল স্টোর, একটি গ্যারেজ ও একটি পানের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টরা জানতে পেরেছেন।
লিটন বৈঞ্চব সারাবাংলাকে বলেন, ‘বাদশা মানসিক রোগী বলে জানিয়েছেন বাজারের দোকানদার ও কর্মচারীরা। আজিজ আহমেদ ফার্নিচারের দোকানে রাতে পাহারাদার হিসেবে তিনি ঘুমাতেন। এজন্য তাকে দুই বেলা খাবার দেওয়া হতো। গত (শুক্রবার) রাতে আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন বাদশা চিৎকার করেন বলে ফার্নিচারের দোকানের পাশের দোকানের এক কর্মচারী আমাদের জানিয়েছেন। চিৎকার শুনে ওই কর্মচারী দোকান থেকে বের হতে সক্ষম হলেও বাদশা আর বের হতে পারেননি। ফার্নিচারের দোকানের মালিক জানিয়েছেন, ভেতর থেকে তালাবদ্ধ করে দোকানে ঘুমাতেন বাদশা। মানসিকভাবে অসুস্থ হওয়ায় তিনি বের হতে সক্ষম হননি।’
আগুন নেভার পর বাদশার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই ভাইয়ের সম্মতিতে পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে বাদশার লাশ হস্তান্তর করে বলে জানিয়েছেন লিটন বৈঞ্চব।
আগুনে পুড়ে মৃত্যু দোকান কর্মচারীর মৃত্যু প্রতিবন্ধী মানসিক রোগ