Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু


২ জানুয়ারি ২০২১ ১৬:৩৮

হিলি: টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় স্থানীয় খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

শনিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। এর মধ্য দিয়ে সাড়ে তিন মাস পর দুই দেশের মাঝে পেঁয়াজের বাণিজ্য শুরু হয়। গত বুধবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘উৎপাদন সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গত বছর সেপ্টেম্বর মাসে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর গত ডিসেম্বর মাসের ২৮ তারিখ সেই নিষেধাজ্ঞা তুলে নেয় তারা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির জন্য এলসি করেছিলেন। সেই পেঁয়াজগুলো আজ বিকেল থেকে বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।’ দুই একদিনের মধ্যে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করবে বলেও জানান তিনি।

আমদানি শুরু পেঁয়াজের দাম হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর