Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব


৩ জানুয়ারি ২০২১ ১০:৪৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২১ ১৩:০০

নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব।

রোববার (৩ জানুয়ারি) থেকে সাগর, স্থল ও আকাশপথে দেশটিতে প্রবেশ করা যাবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংখ্যা এসপিএ এ খবর জানিয়েছে।

তবে শর্ত থাকছে যেসব দেশে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়েছে সেসব দেশের যাত্রীদের জন্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে, সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ ছড়িয়ে পড়ায় ২০ ডিসেম্বর সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব। তখন সৌদি প্রেস এজেন্সি জানায়, কোনো ব্যতিক্রম ছাড়া এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে সৌদি আরব। এই স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে।

দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬২ হাজারের বেশি ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ।

করোনা ভাইরাস টপ নিউজ প্রবেশ নিষেধাজ্ঞা সৌদি আরব

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর