Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে ফ্রিজ কারখানার আগুন


৩ জানুয়ারি ২০২১ ১৩:৫৩

নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় ফ্রিজ কারখানায় লাগা ভয়াবহ আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৫১ মিনিটে আগুন লাগার পর বেলা ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন, বেলা ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরও কিছুটা সময় লাগবে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধণ সারাবাংলাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়নন্ত্রণে যোগ দেয়। কিন্তু কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

আগুন ফ্রিজ কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর