Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন চাই, নেপিদোকে ঢাকার চিঠি


৩ জানুয়ারি ২০২১ ১৫:৩৩

ঢাকা: এই বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন চালু করতে চায় ঢাকা। এ জন্য বছরের শুরুতেই মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ওই চিঠিতে চলতি বছরে প্রত্যাবাসনের শুরু করতে নিয়ে আনবারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে জাপান এবং ভারতকে নিয়ে আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন রোববার (৩ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, ‘এ বছরটি অনেক গুরুত্বপূর্ণ। এই বছরে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন চালু করতে চাই। বছরের শুরুর দিনে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি লিখেছি। বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে বলেছি, আপনারা বলছেন যে নিরাপদে এবং সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবেন। রাখাইনে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবেন যাতে রোহিঙ্গা ফেরত যায়। এ প্রত্যাবাসন প্রক্রিয়া প্রসেসটা এখনও চালু হয়নি, এ জন্য পলিটিক্যাল বই দরকার। আমরা বিশ্বাস করি, আপনারা আপনাদের দেওয়া কথা রাখবেন এবং এই বছরই প্রত্যাবাসন প্রক্রিয়া চালু হবে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চিঠিতে আমি বলেছি যে শান্তির জন্য রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা শান্তি ছাড়া এই অঞ্চলের উন্নয়ন সম্ভব না। আর রোহিঙ্গাদের ফিরিয়ে না দিলে অশান্তি সৃষ্টি হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানের জন্য দ্বিপাক্ষিক-ত্রিপাক্ষিক বহুপাক্ষিকসহ একাধিক উদ্যোগ চলমান। এ সংকট মেটাতে আমরা জাপানকে প্রস্তাব দিয়েছে যাতে তারা আমাদের সহায়তা করে। জাপান রাজি হয়েছে। ভারতকে বলেছি এই বিষয়ে আমাদের সহায়তা করতে তারাও রাজি হয়েছে। আর চীনের সঙ্গে এর আগে নেওয়া উদ্যোগ এখনও চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

ঢাকা নেইপিদো মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর