Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহেদের বিরুদ্ধে দুদকের ২ মামলায় প্রতিবেদন ১৬ ফেব্রুয়ারি


৩ জানুয়ারি ২০২১ ১৬:৩৪ | আপডেট: ৩ জানুয়ারি ২০২১ ১৮:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে এনআরবি ব্যাংক থেকে হাসপাতালের নামে দেড় কোটি টাকা আত্মসাৎ এবং পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৩ জানুয়ারি) মামলা দুটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের এ তারিখ নির্ধারণ করেন।

মামলার অপর আসামিরা হলেন- রিজেন্টের চেয়ারম্যান মো. সাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (এসএমই ব্যাংকিং) ওয়াহিদ বিন আহমেদ এবং করপোরেট হেড অফিসের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান।

বিজ্ঞাপন

২০২০ সালের ২২ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. সিরাজুল হক এনআরবি ব্যাংক থেকে হাসপাতালের নামে ঋণ বাবদ দেড় কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাদী হয়ে মামলাটি করেন।

জানা যায়, ২০১৪ সালের ৯ নভেম্বর থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত আসামিরা প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এনআরবি ব্যাংক থেকে দুই টার্মে ঋণ রিসিডিউলসহ ২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৯৮৭ টাকা ঋণ দিয়েছেন। যার মধ্যে ৬৫ লাখ ৭৯ হাজার ২২৭ টাকা সুদ ও অন্যান্য চার্জ ধার্য কেটে রাখা হয়। তবে সুদসহ ব্যাংকের এক কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ আত্মসাৎ করা হয়।

ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড), গুলশান করপোরেট শাখা থেকে এক কোটি টাকা (সুদাসলসহ ২ কোটি ৭১ লাখ টাকা) আত্মসাতের অভিযোগ করা হয়।

পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদসহ আরও চারজনের বিরুদ্ধে ২৭ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

টপ নিউজ দুদক প্রতিবেদন সাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর