Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছরে ছাত্রলীগ


৪ জানুয়ারি ২০২১ ০৯:১০

ঢাকা: শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সকল বাধা পেরিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছরে পদার্পণ করলো দেশের সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনটি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ।

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সীমিত পরিসরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে সাতটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনটির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত, দোয়া ও মিলাদ-মাহফিলে অংশ নেবেন কেন্দ্রীয় ছাত্রলীগের একটি টিম। বিকেল তিনটায় কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হওয়ার কথা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এইদিনে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় উপ-মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছরের ইতিহাস জাতির মুক্তি, স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে । বায়ান্নর ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে। ’৬৬’র ছয় দফা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ে। ছয় দফাকে বাঙালী জাতির মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠিত করে। এছাড়াও ’৬৮র শিক্ষা আন্দোলন এবং ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ৭৪ বছরে পদার্পণ বাংলাদেশ ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর