Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পীরগঞ্জে এবার প্রতিমা ভাঙচুর


৪ জানুয়ারি ২০২১ ১৩:৪১

ঠাকুরগাঁও: পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার পর এবার শ্বশানঘাটের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৩ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশানঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দা ননী গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানান, রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালী মন্দিরে প্রণাম নিতে যান তারা। এ সময় তারা দেখেন মন্দিরের প্রতিমাটির মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়দের খবর দেন তারা।

মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্ট করে এক ব্যক্তি। এ সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

টপ নিউজ ঠাকুরগাঁও পীরগঞ্জ প্রতিমা ভাঙচুর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর