Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন


৪ জানুয়ারি ২০২১ ১৪:১৪

ভৈরব: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দূর্জয় মোড়ে হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের চালক ও হেলপার পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৩ জানুয়ারি) রাত নয়টার দিকে দূর্জয় মোড়ে অবস্থানকালে বাসে থাকা যাত্রীরা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ভৈরব ফায়ার স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, ধারণা করা হচ্ছে সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। চালক ও হেলপার পলাতক হওয়ায় আগুনের সঠিক কারণ জানা যায়নি।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ধারনা করা হচ্ছে আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জ বাসে আগুন ভৈরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর