Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন রফতানি নিয়ে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়’


৪ জানুয়ারি ২০২১ ১৪:৪১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৬:৫৩

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে করা চুক্তিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। সোমবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বাস্থ্যসচিব বলেন, ‘এ বিষয়ে ভারতের ডেপুটি হাইকমিশনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চুক্তি হয়েছে দুই দেশের সরকারি পর্যায়ে। যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, তা ভারত কর্মাশিয়াল অ্যাকটিভিটিজের ওপর থেকে বলেছে। এতে আমাদের ওপরে ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে প্রভাব পড়বে না।’

বিজ্ঞাপন

এখনই টিকা রফতানি করবে না ভারত

এর আগে, ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে জরুরি বৈঠক করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারত কর্তৃপক্ষ। চুক্তির আওতায় এই প্রতিষ্ঠানের কাছ থেকে করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে।

আব্দুল মান্নান ভারতের নিষেধাজ্ঞা ভ্যাকসিন স্বাস্থ্যসেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর