Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ব ঘৌটায় আবারও বিমান হামলা: নিহত ৩০


১৭ মার্চ ২০১৮ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ডেস্ক

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক।

শনিবার (১৭মার্চ)  যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।

মানবাধিকার সংস্থাটি জানায়, দীর্ঘ দিন ধরে রুশ সমর্থিত সিরিয়ার আসাদ সরকারের বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়ে আসছে। শনিবার অন্তত ১০ হাজার বেসামরিক নাগরিক এলাকাটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় তাদের লক্ষ্য করে আসাদ সরকারের বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৩০জন বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবারও সরকারি বাহিনীর বিমান হামলায় ছয় শিশুসহ অন্তত ৪৬ জন নিহত হন। এদিনে পূর্ব ঘৌটা ছেড়ে ১২ থেকে ১৩ হাজার বেসামরিক নাগরিক পালিয়েছেন।

বিজ্ঞাপন

২০১৩ সাল থেকে পূর্ব ঘৌটা বিদ্রোহীদের দখলে রয়েছে। এলাকাটির নিয়ন্ত্রণ নিতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে হামলা চালিয়ে আসছে আসাদ সরকারের বাহিনী। তাদের সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। হামলায় এ পর্যন্ত ১ হাজার দুই শ জন নিহত হন। আহত হন দুই হাজারেরও বেশি মানুষ।

এরমধ্যে হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক মাসের যুদ্ধ বিরতিতে সম্মত হলেও, রাশিয়া ও সিরীয় বাহিনী হামলা অব্যাহত রেখেছে।

সারাবাংলা/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর