Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রলীগ নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে’


৪ জানুয়ারি ২০২১ ১৮:৩৩

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন একজন শতভাগ আদর্শ রাজনীতিবিদ। আর তার হাতে গড়া সংগঠন হলো ছাত্রলীগ। তাই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বুকে ধারণ করতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে।

সোমবার (৪ জানুয়ারি) দুপু‌রে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় বীরপ্রতীক গাজী অডিটো‌রিয়ামে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা আরও ব‌লে‌ন, ‘দেশের স্বাধীনতা আন্দোলনসহ সব সংগ্রামে ছাত্রলীগের সর্বোচ্চ ও গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তাই সব সময় ছাত্রলীগকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। ছাত্রলীগের কর্মীদের মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও নৈতিকতার প্রশ্নে আপসহীন থাকতে হবে। জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আদর্শকে লালন করে ছাত্রলীগকে লেখাপড়ার ওপর গুরুত্ব দিতে হবে।’

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের গৌবর নষ্ট করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠে থাকতে হবে।’

সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ সুকুমার দাসের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভি‌পি সাইফুল ইসলাম তু‌হিন, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের জিএস সা‌দিকুল ইসলাম স‌জিব, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুমসহ অনেকে।

বিজ্ঞাপন

পরে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এর আগে, রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এ সময়‌ উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলা‌মিস্ট গ‌বেষক মীর আব্দুল আলীম, পিআইবির সিনিয়র প্রশিক্ষক আবদুল মান্নান, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ সাহাবু‌দ্দিন, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমসহ অনেকে।

এছাড়া সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের উদ্যোগে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে পুস্পস্তবক অর্পণ এবং শা‌ন্তির প্রতীক পায়রা ওড়ান গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

গাজী গোলাম মর্তুজা ছাত্রলীগ বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর